বিশেষ প্রতিনিধি::
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে বুধবার দুপুরে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ভাস্কর্যবিরোধী শক্তিকে প্রতিহত করার পাশাপাশি যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কঠোর বিচারের দাবি জানান। সুনামগঞ্জ আলফাত স্কয়ারে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপী প্রতিবাদী কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও সংহতি জানিয়ে অংশ নেন। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই কর্মসূচির আয়োজন করে। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার হাজী নূরুল মোমেন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, এডভোকেট শফিকুল আলম, এডভোকেট রইছ উদ্দিন আহমদ, এডভোকেট হায়দার চৌধুরী লিটন, লতিফুর রহমান রাজু, সাংবাদিক পঙ্কজ দে, শামস শামীম প্রমুখ বক্তব্য দেন।
প্রতিবাদী কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা ষড়যন্ত্রকারীদের হয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে এই বিজয়ের মাসে ভেঙ্গে মুক্তিযোদ্ধাদের হৃদয় ভেঙ্গে দিয়েছে। এই আঘাত বাংলাদেশের হৃদয়ের আঘাত। তাদেরকে কঠোর আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাড় করাতে হবে।