শাল্লা প্রতিনিধি::
শাল্লায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নাকের উপর আঘাত করে বিকৃত করেছে স্বাধীনতা বিরোধী চক্র। এমন ঘটনায় বিজয় দিবস উদযাপন করতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করেন। ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মুক্তিযোদ্ধারা বলেন পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধীরা এমন ধৃষ্টতা দেখিয়েছে রাতের অন্ধকারে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন। তিনি সকল মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনায় বসেন। তখনই উপস্থিত মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। তিনি এবিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন মুক্তিযোদ্ধাদের।
১৭ ডিসেম্বর কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু ম্যুরালের নিরাপত্তা ও বিকৃতকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অভিযোগে আরো উল্লেখ করা হয় এর পূর্বেও দুর্বৃত্তরা উপজেলা কমপ্লেক্সের গেটের তালা ইট দ্বারা ভেঙে মালামল লুট করার প্রচেষ্টা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার, প্রেমবাশী দাস, বলরাম দাস, প্রেমানন্দ দাস, গিরিন্দ্র চন্দ্র সূত্রধর, শ্রীকৃষ্ণ দাস ও সুরেন্দ্র দাস। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন মুঠোফোনে বলেন এইমধ্যে বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তার জন্য ২জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত স্বাধীনতাবিরোধীদেরই কাজ বলে মনে করছেন বীর মুুক্তিযোদ্ধারা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।