ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র , কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র দাখিল করা ৪৮ প্রার্থীদের মধ্যে ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তফশীল অনুযায়ী মঙ্গলবার যাচাই-বাচাই শেষে তাদের দাখিল করা মনোনয়ন বাতিল বলে ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়জুর রহমান। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী বিধি বহির্ভূত হওয়ায় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরজ মিয়া, ৪ নং ওয়ার্ডের প্রার্থী রশিদ আহমদ, ৮নং ওয়ার্ডের প্রার্থী জুবায়ের আহমদ ও একই ওয়ার্ডের প্রার্থী, বর্তমান কাউন্সিরর নওশাদ মিয়ার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাকী ৪৪ জন প্রার্থীর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন ও কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করা হয়। নির্বাচনী তফশীল অনুযায়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীতা প্রতাহার ২৯ ডিসেম্বর এবং একই কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে ৩০ ডিসেম্বর। ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।