স্টাফ রিপোর্টার::
করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের কড়ইগড়া গ্রামে যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপিত হয়েছে। বড়দিন উপলক্ষে গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন এসে গ্রামে জড়ো হোন। দিব্রা পরিবার বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তোড়ণ নির্মাণ করে। স্টারবাতি, খ্রিস্টমাস ট্রি, আলোকসজ্জাসহ নানাভাবে উৎসব রাঙিয়ে তুলতে আয়োজন করে।
কড়ইগড়া গ্রামের রেবেকা দিব্রার বাড়িতে এবার গ্রামের বড়দিন উৎসবের আয়োজন করা হয়। বাড়িটি সারারাত পাড়া প্রতিবেশির তরুণ তরুণীর উপস্থিতিতে মুখর ছিল। তবে অন্যান্য বছরের চেয়ে এবার করোনার কারণে উৎসব কমিয়ে আনা হয়। বৃহষ্পতিবার রাতের প্রথম প্রহরে কেক কেটে যিশুর জন্মদিন উদযাপন করা হয়। পরে গোল হয়ে কীর্তন পরিবেশন করেন তরুণ-তরুণিসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ। তারা পাড়া মহল্লা ঘুরে ফের শেষ রাতে বড়দিন বাড়িতে এসে কীর্তন পরিবেশন করে রাতের পর্ব শেষ করেন। সকালে আবার কীর্তন ও বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনাসভায় বক্তব্য দেন পাড়ার বিভিন্ন বয়সের নারীপুরুষ। দুপুরে পাড়ার সবাই মিলে বড়দিন বাড়িতে ভোজন গ্রহণ করেন। পরে আবারও প্রার্থনায় মিলিত হন।
এদিকে বড়দিন বাড়িতে এসে খ্রস্টান সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিভিন্ন সম্প্রদায়ের সুধীজন ও জনপ্রতিনিধিরা। কড়ই গ্রামের বড়দিন বাড়িতে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন শঙ্কর মারাক, মেরিনা দিব্রা, সুনীল দাজেল, জনি দিব্রা, অনি দিব্রা, জ্যোতি দিব্রা, দিপালি দিব্রা প্রমুখ।
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণাসিন্দু চৌধুরী বাবুল বড়দিন বাড়িতে এসে শুভেচ্ছা জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সর্বমানুষের মঙ্গলকামনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।