বিশেষ প্রতিনিধি::
হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণ ও গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মিট দ্যা প্রেস করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শনিবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ হাওরের বোরো ফসল রক্ষা বাধ নির্মাণ প্রকল্পে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান। না হলে অন্যান্য বছরও অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারের কোটি টাকা হাতিয়ে নেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, গত ১০ ডিসেম্বর ১০টি প্রকল্প অনুমোদন নিয়ে হাওরের বাধ রক্ষার কাজ শুরু হয়। প্রতিটি উপজেলায় গণশুনানী করে প্রকল্প গ্রহণ করার কথা থাকলেও সবক্ষেত্রে সেটা হচ্ছেনা। পানি উন্নয়ন বোর্ডের প্রিওয়ার্ক প্রতিবেদন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে এ বছর বিলম্বে পানি নামার কারণে হাওর রক্ষা বাঁধের প্রিওয়ার্ক করতে বিলম্ব হচ্ছে। এ বছর ৮৫৬ টি প্রকল্প ও ৯৫০ কি.মি বাধ মেরামত ও সংস্কার করা হবে। তবে প্রতিটি উপজেলায় মনিটরিং কমিটির রিপোর্টের পরেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে প্রকল্পগুলো এমন কথা জানান জেলা প্রশাসক।
এ সময় সাংবাদিকরা জানান, প্রতি বছর বাধের সংখ্যা প্রয়োজন ছাড়াই রাজনৈতিক বিবেচনায় বাড়ানো হয়। এবারও সংখ্যা দেখে মনে হচ্ছে সেটাই হতে যাচ্ছে। তাই অপ্রয়োজনীয় প্রকল্প কমিয়ে হাওরের বাধ রক্ষার প্রকল্প গ্রহণ করে সরকারি বরাদ্দ বাচানোর আহ্বান জানান সাংবাদিকরা।
মিট দ্যা প্রেসে বক্তব্য দেন সাংবাদিক বিজন সেনরায়, পঙ্গজ দে, খলিল রহমান, হিমাদ্রী শেখর ভদ্র, সেলিম তালুকদার প্রমুখ।