বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জের বুরাইরগাও গ্রাম থেকে বাসের হেল্পার ও দুই সন্তানের জনক আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরাতে পিবিআই সিলেট তাকে আটক করে। তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে। আব্দুর রশিদ ছাতকের চরমহল্লা ইউনিয়নের কামরাঙাগির চর গ্রামের হাবিব মিয়ার ছেলে। পুলিশকে সে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে।
পিবিআই সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই সিলেট কর্তৃপক্ষ তাকে সোমবার ভোররাতে অভিযান চালায়। এ সময় বুরাইগাও গ্রাম থেকে আব্দুর রশিদকে আটক করে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে বলে জানা পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান।
শনিবার বিকেলে সিলেটের জালালালাবাদ থানার লামাকাজি থেকে ‘ছেড়ে আসা ফাহাদ এন্ড মাইশা’ পরিহনের জ-১১-০৭২৩ নাম্বারের মিনিবাসে দিরাই কলেজের জনৈক ছাত্রী দিরাই পৌর শহরের মজলিশপুরের বাড়িতে আসছিলেন। দিরাই শহরের প্রবেশমুখ সুজানগরে আসার পর ওই ছাত্রী ছাড়া বাসে আর কোন যাত্রী ছিলনা। এই সুযোগে বখাটে চালক ও তার দুই হেল্পার কলেজ ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটেরা। এসময় সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। এই সুযোগে কিছু দূর বাস নিয়ে রাস্তায় বাস রেখে পালিয়ে যায় চালক ও হেল্পার। স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা ওই অজ্ঞান ছাত্রীকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে ক্ষুব্দ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং বখাটেদের গ্রেপ্তারের দাবিতে দিরাই থানা এলাকায় বিক্ষোভ করেন। এলাকাবাসী সিলেটের জালালাবাদ থানার শহিদ মিয়া নামক বাস চালক ওই বাসটি চালাতেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল করেন।
রবিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তারা ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনের নামে মামলা দায়ের করেন।
পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসের হেল্পারকে আটক করা হয়েছে। তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।