স্টাফ রিপোর্টার::
দিরাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ১৫৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৯১০ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া জগ প্রতীকে ৫৭৫৭ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন ১৯৬০ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার রাত ৮ টা ৩৪ মিনিটে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।