স্টাফ রিপোর্টার::
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সভায় বক্তারা বলেছেন সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিকে জোড়ালো করতে তৃণমূল কৃষককে জড়ো করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষক যাতে এবার বঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন পেশাজীবি মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে আজ শুক্রবার থেকে সংগঠনের নেতৃবৃন্দ জেলার বিভিন্ন স্থানে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে প্রত্যন্ত এলাকার হাট-বাজারে পথসভা করবেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
বৃহষ্পতিবার রাত ৮টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সদস্যসচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বিজন সেনরায়, লেখক সুখেন্দু সেন, যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট খলিল রহমান, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, শামস শামীম, রাজু আহমেদ, আবিদ খান হৃদয় প্রমুখ।
এদিকে আগামী ১৩ এপ্রিলের জনসমাবেশ ও পাউবো অফিস ঘেরাও করতে স্থানীয় বাজারগুলোতে প্রচারণা চালাতে সংগঠনের কর্মী-সংগঠকদের সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। এই টিম আজ শুক্রবার থেকে বিভিন্ন হাটবাজারে প্রচারণা চালাবে।