1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলমাকান্দায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৭.৩২ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন, কলমাকান্দা থেকে ফিরে::
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের উপদেষ্টা অধ্যাপক পুতুল রঞ্জন রায় বিশ্বাস, ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ শামছুজ্জোহা ফরিদ,হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আসলামগনি তালুকদার, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম কলমাকান্দা উপজেলা শাখার আহবায়ক সবিরঞ্জন সাহা সহ অনেকেই। মানববন্ধনে সঞ্চালনা করেন কলমাকান্দা উপজেলা হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের সদস্য সচিব শংকর সরকার। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৩ ইংরেজি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওর উন্নয়ন বোর্ড গঠন করেন, এরশাদ সরকার ১৯৮২ ইংরেজি সালে এক অধ্যাদেশ বলে তা বাতিল করেন।২০১৬ ইংরেজি সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর গঠন করেন,যা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ফলে হাওরবাসী প্রকৃত সুযোগ সুবিধা হতে বঞ্চিত। এদিকে চট্টগ্রামে ৩ টি জেলা নিজেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন সরকার। হাওর এলাকায় ৭ টি জেলা নিয়ে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন সরকারের পক্ষে অসম্ভব নয়।বক্তারা হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জুর দাবি জানান। পরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ফোরামের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!