সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুবদার, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফু্জ্জামান, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, মো. দুলাল মিয়া, অসীম চন্দ্র তালুকদার, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন প্রমূখ। প্রধান অতিথি এমপি রতন বলেন, হাওরের উন্নয়ন নিয়ে চিন্তা করেন, বিশ্বনেত্রী শেখ হাসিনা। তিনি হাওরের ব্যাপক উন্নয়ন করেছেন আরও উন্নয়ন হবে ইনশাল্লাহু। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, বন্যায় অনেক রাস্তা ঘাট ভেঙ্গে গিয়েছে, সেই সব রাস্তার কাজ সহ, হাওর রক্ষা বাঁধ সঠিক সময়ে সম্পন্ন করা হবে। কোন অপশক্তি উন্নয়নকে বাঁধা গ্রস্থ করে রাখতে পারবেনা। মজিব শত বর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন। ##