স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দৈনিক কালের কণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে কেক কেটে জন্মদিন উদযাপন করে শুভসংঘ। অনুষ্ঠানে বিভিন্ন পেশার সুধীজন অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, দৈনিক কালের কণ্ঠ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারীনির্যাতনসহ নানা অপরাধ তৎপরতায় সোচ্চার ভূমিকা পালন করছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে স্বকীয়তা বজায় রেখে দেশ ও মানুষের স্বার্থে কাজ করছে। কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান সুধীজন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন, এডভোকেট আক্তারুজ্জামান আহমাদ সেলিম, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সহকারি অধ্যাপক এনামুল কবির, প্রভাষক নিহাররঞ্জন তালুকদার, প্রভাষক মশিউর রহমান, জেলা কৃষক লীগের সদস্যসচিব বিন্দু তালুকদার, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, এডভোকেট আনোয়ার হোসেন, সংবাদপত্র ব্যবসায়ী মো. আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, আওয়ামী লীগ নেতা লিটন সরকার, সাংবাদিক রেজাউল করিম, এডভোকেট আব্দুল খালেক, সাবেক ছাত্র নেতা টিটো দাস, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক মানবেন্দ্র কর পাপ্পু প্রমুখ।