স্টাফ রিপোর্টার::
‘হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি’ এই স্লোগানে সুনামগঞ্জের একঝাঁক তরুণ-তরুণি ‘উদ্বাহু’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। একটি সাহিত্য ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে সংগঠনটি শুক্রবার সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্টানে আনুষ্ঠানিকভাবে তাদের সংগঠনের আতœপ্রকাশ করে। বিকেলে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ‘উদ্বাহু’ ত্রৈমাসিক সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্টানে এ সংগঠনের আতœপ্রকাশ ঘটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছত্তার। বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. জাকির হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক জামিল আহমেদ ৪০ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাকালিন কমিটি ঘোষণা করেন।
বিকেলে এ সংগঠনের ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী ‘উদ্বাহু’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সভাপতি শিলা রায়, উদীচীর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উদীচী জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন, আবু তাহের প্রমুখ।
এছাড়া মঞ্চে ‘উদ্বাহু’র পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সহ-সভাপতি এবং উদ্বাহুর প্রকাশক ও সম্পাদক সূর্যসেন রায়, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক রোপেশ দাশ, দপ্তর সম্পাদক বিজয় দাশ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তখন উদ্বাহু’র সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।