সাইফ উল্লাহ:
সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এসপিএল প্রকল্পের পিএফজিদের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর পরির্দশন করেন সুনামগঞ্জ জেলা পিএফজির সমন্বয়কারী সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, পিএফজি সদস্য ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল হক আফিন্দী, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মন্নান তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা সিদ্দিকা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা, জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা। অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, হাওর বাচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ, জামালগঞ্জ সদর ইউপি বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, পিএফজির সদস্য বীনা আক্তার, আলেয়া বেগম, তামান্না আক্তার, আলী আক্কাস মুরাদ সহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে গিয়ে পিএফজি সদস্যগণ জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব এর কাছে গিয়ে বাঁধ পরিদর্শনের বিষয়ে মতামত প্রকাশ করেন।