বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
ফতেপুর ইউপির অনন্তপুর গ্রামের ডিজিটাল নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহনের জন্য ডিজিটাল বই, সফ্টওয়ার সংযুক্ত লার্নিংপেন, মাস্কসহ শিক্ষা সংক্রান্ত ডিজিটাল সমাগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার মাদ্রাসার সামানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলেন অতিথিবৃন্দ। হাওরজনপদ অনন্তপুর গ্রামের প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের নিয়ে প্রাক প্রাথমিক স্তরের এ মাদ্রাসায় ডিজিটাল বই, পেন বিতরণের সময় বক্তব্য দেন সাংবাদিক হাসান বশির, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফান্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার নমন্বয়ক শাহ মোবাশি^র আলম, প্রতিষ্ঠাতা সাংবাদিক শফিউল আলম, নাছিমা আক্তার, ইমাম মোশাহিদ আহমদ, শাহ ইব্রাহিম, শিক্ষিকা সাহেরা খাতুন।