ছাতক প্রতিনিধিঃ
হেফাজতের বিতর্কিত নেতা মাওলানা মামুনুল হককে ছাতকে সমাবেশে চাননা সাধারণ জনতা। তবে এ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ইসলামী সম্মেলনের আয়োজক কমিটি। এ কারণে পুলিশ বিশৃঙ্খলা এড়াতে মামুনুলের সমাবেশ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তারা বিতর্কিত মামুনুলকে চাননা বলে জানিয়েছেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী সাম্প্রদায়িক নেতা মামুনুল সারাদেশে বিতর্কিত।
ছাতকে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে ছাতক উপজেলায় প্রস্ততি গ্রহণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আয়োজনকারীরা বলছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। তাকে সুরক্ষা দিতে স্বেচ্ছাসেবক দল তৈরি করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, বিতর্কিত মাওলানা মামুনুল হককে প্রতিহত করতে প্রশাসনকে অবগত করা হয়েছে।
জানা গেছে শনিবার উপজেলার জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ মামুনুল হক উপস্থিত থাকবেন বলে পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই খবর পেয়ে অসাম্প্রদায়িক মানুষজন ক্ষুব্দ হয়ে ওঠছেন।
ওসি শেখ নাজিম উদ্দিন জানান, মাদ্রাসার মাহফিলে মামুনুল হক যাতে না আসেন, সেটা জনতার অভিযোগের প্রেক্ষিতে তারা দেখছেন। তার আসার অনুমোদন নেই।অনুমতি ছাড়া যদি মামুনুল হক আসেন তাহলে সেটা আইনগতভাবে প্রতিহত করা হবে।