বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে যাছাই-বাছাইয়ে নিয়োহিতদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা সুবিধা নিয়ে অমুক্তিযোদ্ধাদেরকেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত করছে। এসব অভিযোগ এনে অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরে শহিদ মিনার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সন্তান কমা-ের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার রৌজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, মুক্তিযোদ্ধা সন্তান এমদাদ নুর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সহ সভাপতি হাবিবুর রহমান খেলু, এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন তাহিরপুর উপজেলায় যাছাই বাছাইয়ে অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। একটি চক্র আর্থিক সুবিধা নিয়ে অমুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করার অপচেষ্টা করছে। আমরা মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কাউকেই এই ব্যবসা করতে দেবনা। আমরা এই অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রীর সঙ্গেও দেখা করে দুর্নীতি ও অনিয়মের কথা জানিয়ে এসেছি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী বলেন, যাছাই বাছাইয়ে অমুক্তিযোদ্ধাদের বাতিল করার কথা। কিন্তু ঘটনা উল্টো ঘটছে। তাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে। এমন ঘটনায় মুক্তিযোদ্ধা সমাজ ক্ষুব্দ। আমরা প্রশাসনের কাছে বিতর্কিতদের যাছাই বাছাই থেকে বাতিল করার পাশাপাশি অমুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত না করার দাবি জানিয়েছি।