স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ১৪ ফেব্রুয়ারি জেলায় ২ হাজার ৯৯৫জন করোনা ভাইরাসের ভ্যাক্সিন গ্রহণ করেছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলার কেন্দ্রগুলোতেও ভ্যাক্সিন কার্যক্রম চলছে। ৭ ফেব্রুয়ারি শুরুর পর প্রতিদিনই ভ্যাক্সিন গ্রহীতার সংখ্যা বাড়ছে। স্পট রেজিস্ট্রেশন বন্ধ থাকার পাশাপাশি অনলাইনেও অনেকে রেজিস্ট্রেশন করতে পারছেননা বলে জানিয়েছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, ১৪ ফেব্রুয়ারি রবিবার জেলায় ২ হাজার ৯৯৫জন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। গ্রহিতাদের সংখ্যা বাড়ছে।