স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ’বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৯-২০২০’ সুনামগঞ্জ এর অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ এর সমাপনি কার্যক্রম’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা শুধু প্রণয়ন করলেই হবেনা বরং এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাও পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের গুরু দ্বায়িত্ব। জেলা প্রশাসক তিনি সংশ্লিষ্ট সকলকে সুনামগঞ্জ জেলার পুষ্টি পরিস্থিতি উন্নয়নে ২০২০-২১ অর্থ বছরের জন্য প্রণীত বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সফল বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাপরিচালক ডা. মোঃ খলিলুর রহমান।