বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায় আন্তজাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে জন সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে জন সমাবেশ অনুষ্টিত হয়। আওয়ামীলীগের উদ্যোগে জন সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বেনজির আহমেদ মানিক ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুর এ আলম সিদ্দিকী এর সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, বিশেষ অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. রেজাউল করিম শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন সহ জেলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আমলে দেশে বিভিন্ন উন্নয়ন সাধিত হচ্ছে।