স্টাফ রিপোর্টার::
একুশ আমার চেতনায় দীপ্ত অঙ্গিকার এই প্রতিপাদ্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সুনামগঞ্জ কালচারাল ফোরাম। ২০ ফেব্রুয়ারি শনিবার রাতে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে মহাম মাতৃভাষা উপলক্ষে আলোচনা, কবিতা আবৃতি, সঙ্গীত, নাটক ও নৃত্য পরিবেশনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। তাছাড়া ভাষা সৈনিক আব্দুল হাই, ডা. হারিছ উদ্দিনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিগ্বিজয় চৌধুরী শিবু ও সঙ্গীতশিল্পী মহসিনখানকেও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
কালচারাল ফোরামের সভাপতি সঙ্গীত শিল্পী সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত বিভিন্ন পর্বে গুণীজন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, অঞ্জন চৌধুরী, বাউল আফতাব উদ্দিন, সাংবাদিক বিন্দু তালুকদার, শামস শামীম প্রমুখ।