স্টাফ রিপোর্টার::
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতা করে বহিষ্কৃত লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণার বিষয়টি ভিন্নভাবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। বহিষ্কৃত এই নেতা কিভাবে দলীয় প্রতীকের জন্য প্রচারণা চালাচ্ছেন এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।
উল্লেখ্য তিনি ২০১৬ সালে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইয়াকুব বখত বহলুলের বিরুদ্ধে গিয়ে প্রচারণা চালানোয় একই বছরের ২৫/০৮/২০১৬ সনে তাকেসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর বহিষ্কারাদেশ এখনো বহাল রয়েছে। দলীয় প্রার্থীর পরাজয়ে তার ভূমিকা রয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা। আগামী নির্বাচনে এমন প্রার্থীর বদলে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে চান নেতাকর্মীরা এমন কথা জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে আফতাব উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার পরও তিনি ফোন ধরেননি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম বলেন, দলীয় প্রার্থীর বিরোধীতা করায় আফতাব উদ্দিনকে আমরা বহিষ্কার করেছিলাম। ওই সময় তাঁর বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ ছিল।