মোঃ মোশফিকুর রহমান স্বপন।।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহেশখলা বাজারের পশ্চিমের সড়কে পাথরবোঝাই একটি ইঞ্জিন চালিত হ্যান্ডট্রলির চাপায় পড়ে গিয়ে তানজিদ মিয়া নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকাল নয়টায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাড়ী উপজেলার মধ্যনগর থানাধীন সাউদপাড়া গ্রামে। মোদির ব্যবসায়ী ওয়াসিম মিয়ার ছেলে নিহত তানজিদ মিয়া।ঘটনার পর পরই হ্যান্ডট্রলির চালক সাইফুল ইসলাম (২১) কে আটক করে স্হানীয় এলাকাবাসী। চালকের বাড়ী পার্শ্ববর্তী উপজেলা তাহিরপুরে।এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় এলাকায় একটি সেতু নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকাল ছয়টার দিকে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার বাগলী এলাকা থেকে পাথরবোঝাই একটি ইঞ্জিন চালিত হ্যান্ডট্রলি বংশীকুন্ডা ইউনিয়নের কালাগড় এলাকায় রওয়ানা দেয়। সকাল নয়টায় হ্যান্ডট্রলিটি ওই এলাকায় মহেশখলা বাজারের পশ্চিমের সড়কে আসে। এ সময় শিশু তানজিদ মিয়া ওই সড়কের ওপর দিয়ে প্রতিবেশী এক শিশু (১২) সাথে নিজ বাড়িতে ফিরছিলো। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু তানজিদ মিয়াকে ফেছন থেকে ধাক্কা দেয়। এতে শিশু তানজিদ সড়কের নিচে ছিটকে পড়ে এবং মাথার খুলি ফেটে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।আশপাশে থাকা লোকজন নিহত তানজিদকে উদ্ধার করে পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করেন এবং হ্যান্ডট্রলির চালক সাইফুল ইসলামকে আটক করে মহেশখলা বাজারে নিয়ে আসেন।খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ওইদিন দুপুর ১২ টার দিকে মহেশখলা বাজারে আটক হওয়া চালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল দেব ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান,এ ব্যপারে নিহত তানজিদ মিয়ার স্বজনেরা কোন অভিযোগ দায়ের না করায় শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।