বিশেষ প্রতিনিধি::
ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শনিবার বিকেলে’মিউট’ নামে পথনাটক মঞ্চস্থ করেছে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক রাষ্ট্রে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে কন্ঠ বাজেয়াপ্ত করে নেওয়ার যে চক্রান্তের প্রতিবাদই নাটকটির উপজীব্য। গণতান্ত্রিক রাষ্ট্রে যখন জবাবদিহিতার চর্চা থাকে না, যখন সমালোচনা মানেই বিরোধিতা তখন প্রতিবাদ করার একমাত্র পথ রাস্তায় নেমে পড়া। স্বাধীনভাবে মত প্রকাশের জন্য মুশতাক আহমেদের মত আর কারো যেন কারাগারে নয়মাস থেকে বিনা জামিনে মৃত্যু না হয় সেসব ভাবনা নিয়ে নাটকটির আবহ গল্প।
‘মিউট’ নাটকটির তৃতীয় প্রদর্শনীতে অভিনয় করেছেন সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দেবাশীষ তালুকদার শুভ্র, শুভ তালুকদার, মাহফুজ, মেহেদী, মাহদী, মোতালেব, নদী, রাজীব, আফতর, অর্চি, ফাতেমা, নাসির, অন্তর, অদ্রী, আলাউর, নোবেল। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দেবাশীষ তালুকদার শুভ্র।