বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাালিয়নের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বনগাঁও ও মাছিমপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪২ বোতল মদ উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানাযায়, রোববার ভোররাতে বনগাঁও বিওপির টহল দল বনগাঁও সীমান্তের মেইন পিলার ১২১৬/১২-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ১০৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে।
অপরদিকে একই বিওপির টহলদল শনিবার মধ্যরাতে বনগাঁও বিওপির টহল দল বনগাঁও সীমান্তের মেইন পিলার ১২১৬/১২-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও শনিবার রাতে মাছিমপুর বিওপির টহল দল মাছিমপুর সীমান্তের মেইন পিলার ১২০৯/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম পিবিজিএম জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।