1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাহিরপুরে অ-মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৩.১৭ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্,:
তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ ও অ-মুক্তিযোদ্ধাদেও সনদ বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সম্মূখে অনুষ্টিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দগণ অংশ নেন।
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান খসরু ওয়াহিদ চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রৌজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আলখাস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা মুকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সজাফর, সহ সভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া,এমাদ আহমদ জয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ জানুয়ারী/২১ তারিখে তাহিরপুর উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলার ৭ জন অমুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রী ঢাকা বরাবরে দাখিল করা হলে উক্ত অভিযোগটি ৩০ জানুয়ারী তারিখে যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক ৩০ জুনায়ারী/২১ তারিখে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটি উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে গণশুনানীতে প্রকাশ্যে অভিযুক্ত ৭জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাইয়ের সময় মুক্তিযোদ্ধা হিসেবে তাদের পক্ষে কোন স্বাক্ষী প্রমাণ পাওয়া যায়নি।
বক্তারা আরো বলেন, অভিযুক্ত ৭জন অ-মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ ভাতাদি বন্ধের আহবান জানাই,অন্যতায় তারা কঠোর কর্মসূচী দিবেন বলে হুশিয়ারি সংকেত দেন।
মানববন্ধন শেষে তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বরাবর ও দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবরে ই-মেইল যোগে লিখিত অভিেেযাগ প্রেরণ করেন।
অভিযুক্ত ৭জন মুক্তিযোদ্ধারা হলেন, আব্দুল মজিদ (নয়ানগর), তাজুল ইসলাম (পৈলনপুর), আব্দুল কাদিও (মানিগাঁও), আব্দুল মন্নান (ব্রাম্মনগাঁও), জলিল খাঁন (বড়ছড়া), মতিউর রহমান (নাগরপুর), আব্দুল মন্নান (পৈন্ডুপ)।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!