1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর নামে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১, ৭.২৮ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর নামে অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বিকাল থেকে আজ বুধবার (১০ মার্চ) এ প্রতিবেদনে লেখা পর্যন্ত নৌ শ্রমিকদের ডাকা এ ধর্মঘট অব্যাহত রয়েছে।

চাঁদা বন্ধের দাবিতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি পঙ্কজ তালুকদার একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার পাটলাই নদীতে মালবাহী নৌযান থেকে বিআইডব্লিউটিএর নামে চাঁদা আদায় করছে এমন ৭জনের নাম উল্লেখ করে এ অভিযোগটি দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন- সুনামগঞ্জ হাজী পাড়ার জাপ্পু, উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের শামছু মিয়ার ছেলে রিফাত আহমদ, মন্দিয়াতা গ্রামের আ. হক, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলাল উদ্দিন, ফরুল হকের ছেলে আজিজুল, সাজিনুর মিয়ার ছেলে জিলানী এবং নুর উদ্দিনের ছেলে অলীনুর।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়ছড়া-বাগলি-ছাড়াগাঁও শুল্ক স্টেশন থেকে চুনাপাথর ও কয়লা নৌকা ভর্তি করে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদী হয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে শুল্ক স্টেশন থেকে প্রায় দেড় শতাধিক নৌকা চুনাপাথর ও কয়লা নিয়ে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদীর সামনে আসলে বিআইডব্লিউটিএর নামে অভিযুক্ত সাত জন প্রতি নৌযান থেকে এক হাজার থেকে তিন হাজার করে টোল দাবি করে।

কিন্তু নৌযান শ্রমিকরা টোল দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা টোল না দেয়া পর্যন্ত মালবাহী নৌযান আটক করে রাখে। অভিযুক্তদের দাবি অনুযায়ী টোল না দেয়ায় অনেক নৌযান শ্রমিকদের মারধরও করা হয়েছে, লিখিত অভিযোগে এমনই বলা হয়েছে। আর এরই প্রতিবাদে ও অবৈধ চাঁদা বন্ধের দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ধর্মঘট পালন করছে।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, হঠাৎ করে বিআইডব্লিউটিএর নামে হাটখলা সংলগ্ন পাটলাই নদীর সামনে থেকে প্রায় দেড় শতাধিক মালবাহী নৌযান আটকিয়ে অবৈধভাবে চাঁদা দাবি করে অভিযুক্তরা। নদীতে অবৈধ চাঁদা বন্ধের দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।

বিষয়টি অস্বীকার করে বিআইডব্লিউটিএর ইজারাদার মো. ছিদ্দিক আহমেদ বলেন, আমরা বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ থেকে বৈধ উপায়ে ইজারাপ্রাপ্ত হয়েই পাটলাই নদীতে মালবাহী নৌযান থেকে নির্দিষ্ট টোল আদায় করতে এসেছি।

অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বিআইডব্লিউটিএর অফিসিয়াল কোনপ্রকার কাগজপত্র এখনও আমার হাতে আসেনি। গত ২দিন আগে রিফাত নামে একজন আমার কাছে বিআইডব্লিউটিএর একটি কাগজ নিয়ে আসলে আমি তাদের নিষেধ করে দিয়েছি যেন পাটলাই নদীতে কোনপ্রকার মালবাহী নৌযান থেকে টোল আদায় না করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!