দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র ও দিরাই পৌর আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান বুলবুল’র যুক্তরাজ্য গমন উপলক্ষে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় দিরাই উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় প্রঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিকাশ রায় এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় গণ সংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজুর রহমান বুলবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পদক অ্যডভোকেট অভিরাম তালুকদার, পরিতোষ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক তাহের সরদার, দিরাই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, ঢাকা জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আলমগীর বাদশা, দিরাই বাজার মহাজন সমিতির চেয়ারম্যান কামাল উদ্দিন, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। এছাড়াও বক্তব্য দিন, সরমঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজুয়ান খান, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদিকুর রহমান সাও মিয়া, জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু, কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া, আওয়ামীলীগ নেতা মেহরাজ মিয়া, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহজাহান সরদার, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, কাউন্সিলর আশরাফ হোসেন, লিয়াকত মিয়া, রবিন্দ্র বৈষ্নব, নারী কাউন্সিলর হেলেনা বেগম খেলা, মিনতি রানী দাস, সাহার বানু, বাউল সিরাজ উদ্দিন, বাউল নুর ইসলাম, কবি নজরুল ইসলাম রানা, উপজেলা যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর সবুজ মিয়া, কামরুজ্জামান কামরুল, শফিক মিয়া, রায়হান চিশতী, কুহিন মিয়া, পৌর যুবলীগ সভাপতি সারোয়ার আহমদ, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহজাহান মিয়া, সহ সভাপতি মুরাদ মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, পৌর সভাপতি শহিদ সরদার, সাংগঠনিক সম্পাদক মফশ্বির আলী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি কপিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান, সোহেল মিয়া, দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সজিবনুর প্রমুখ। সংবর্ধনা শেষে উপজেলা আওয়ামীলীগ, দিরাই পৌর পরিষদ, দিরাই উপজেলা, পৌর যুবলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও ফ্রেন্ডস ফোরাম দিরাই’র পক্ষ থেকে সংবর্ধিতকে পৃথক পৃথক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিতের বক্তব্যে বুলবুল বলেন, আমি বাংলাদেশী হিসেবেই গর্ববোধ করি। জীবন-জীবিকার প্রযোজনে আমরা প্রবাসে থাকলেও প্রাণটা পরে থাকে দেশে। আপনারা আজ যে সম্মান দেখালেন তা আমি কোনদিন ভুলবনা। আজকের দিন আমার জীবনে সম্রণীয় হয়ে থাকবে। আপনাদের মাঝে আমি হারিয়ে গেছি, তাই আপনাদের ছেড়ে যেতে মন চায়না। কিন্তু যুক্তরাজ্যে আমার ব্যবসা ও পরিবার পরিজন রয়েছে, এজন্য আমাকে যেতে হয়। ইনশাআল্লাহ শিগ্রই ফিরো আসবো। দিরাই আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থেকে দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বেও দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সে উন্নয়নকে নিজ এলাকায় প্রতিষ্টিত করার জন্য এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তার সাথে থেকে কাজ করতে হবে। দলীয় শৃংখলার বাইরে গিয়ে যারা আওয়ামীলীগ বলে প্রচার কওে তারা দলের শত্রু। এদের ব্যবপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।