হাওর ডেস্ক::
সিলেট ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১২ মার্চ) বিকেল সোয়া ৫টায় হাজারো মানুষের সমাগমে সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে প্রয়াতের শেষ ইচ্ছা অনুযায়ী বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে সিলেটের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।