স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রাক্তন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমকে সভাপতি ও ডা. নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা কমিটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সুনামগঞ্জের বিশিষ্ট ও জনপ্রিয় ডাক্তারবৃন্দ রয়েছেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত গত ৩০ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন। নবাগত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্টরা।
নবাগত কমিটির চূড়ান্ত অনুমোদনপত্রে বিএমএ মহাসচিব ডা. মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী নেতৃবৃন্দকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাওয়া ও চিকিৎসক সমাজের সার্বিক কল্যাণে বলিষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি বর্তমান সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সহ-সভাপতি ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নিলাক্ষী শেখর তালুকদার, কোষাধ্যক্ষ ডা. অতনু ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কান্তা চক্রবর্তী, দপ্তর সম্পাদক ডা. মনি রানী তালুকদার, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. জসীম উদ্দিন খান, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. ইন্দ্রানী রায়, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মনিস্বর চৌধুরী, সদস্যগণ হলেন ডা. মনোহর আলী, ডা. মো. আব্দুন নূর, ডা. বিশ্বজিৎ গোলদার, ডা. মালেকা বাহার লাইলী, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. গৌতম রায়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত গত ৩০ মার্চ সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন। নবাগত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্টরা।