স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জর তাহিরপুর উপজলায় ¯ানীয় সাংবাদিক কামাল হাসনক (৩০) গাছর সঙ্গ বধ নির্যাতনর ঘটনায় দায়র করা মামলার মূল আসামি মাহমুদ আলী শাহ ও দীন ইসলামক কারাগার পাঠিয়ছন আদালত। সামবার সুনামগঞ্জর জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মা. খালদ মিয়ার আদালত হাজির হয় এই আসামিরা জামিন চাইল আদালত তাদর জামিন না মঞ্জুর কর কারাগার পাঠানা আদশ দন।
গত ১ ফব্রæয়ারি দুপুর জলার তাহিরপুর উপজলার যাদুকাটা নদর তীর কট অবধভাব বালু উত্তালনর ছবি তুলত গিয় ¯ানীয় সাংবাদিক কামাল হাসন নির্যাতনর শিকার হন। তাঁক ধর এলাপাতাড়ি মারধরর পর একটি গাছর সঙ্গ বঁধ আবার নির্যাতন করা হয়। এ সময় তাঁর মাটরসাইকল, মুঠাফান ও ক্যামরা ছিনিয় নওয়া হয। কামাল হাসন দনিক সংবাদ এবং সিলট থক প্রকাশিত দনিক শুভ প্রতিদিনর তাহিরপুর উপজলা প্রতিনিধি হিসব কাজ করন।
এ ঘটনায় পরদিন কামাল হাসন বাদী হয় ঘাগটিয়া গ্রামর মাহমুদ আলী শাহ (৩৮), রইস উদ্দিন (৪০), দীন ইসলাম (৩৫), মুশাহিদ তালুকদার (৪৫) ও মনির উদ্দিনর (৫২) নামাল্লখসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধ একটি মামলা দায়র করন। এরপর পুলিশ মামলার এজহারভুক্ত ২ নম্বর আসামি রইস উদ্দিন ছাড়াও ঘাগটিয়া গ্রামর ফয়সল আহমদ (১৯), আনহারুল ইসলাম (২০), তাহর হাসন (২০) ও মাসরিবুল ইসলামক (২৬) গ্রপ্তার করছ। এই আসামিরা জামিন আছন।
সামবার মামলার এজহারভূক্ত অপর চার আসামি মাহমুদ আলী শাহ, দীন ইসলাম, মুশাহিদ তালুকদার ও মনির উদ্দিন আদালত হাজির হয় জামিন চাইল আদালতর বিচারক মাহমদু আলী শাহ ও দীন ইসলামর জামিন না মঞ্জুর কর তাদর কারাগার পাঠানা আদশ দন।
মামলার বাদী পক্ষর আইনজীবী সালহ আহমদ দুই আসামির জামিন না মঞ্জুরর বিষয়টি নিশ্চিত করছন।
কামাল হাসনর পরিবার ও ¯ানীয় ব্যক্তিদর সঙ্গ কথা বল জানা গছ, যাদুকাটা নদর তীর কট অবধভাব বালু উত্তালনর সংবাদর তথ্য সংগ্রহ ও ছবি নিত ১ ফব্রæয়ারি দুপুর ওই এলাকায় যান কামাল হাসন। সখান ঘাঘটিয়া গ্রামর মাহমুদ আলী শাহসহ কয়কজন লাক তাক ধর এলাপাতারি মারধর শুরু করন। এত তিনি গুরুতর আহত হন। পর ওই ব্যক্তিরা পর তাঁক ধর নিয় যান পার্শ্ববর্তী চকবাজার। সখান একটি গাছর সঙ্গ রশি দিয় তাঁক বঁধ রাখা হয়। খবর পয় কামাল হাসনর পরিবারর লাকজন এলাকার বাদাঘাট ফাঁড়ি থক পুলিশ নিয় ঘটনা¯ল যান। পর তাঁক উদ্ধার কর চিকিৎসার জন্য হাসপাতাল ভর্তি করা হয়। সাংবাদিক কামাল হাসনক গাছ বঁধ নির্যাতনর একটি ভিডিওচিত্র সামাজিক যাগাযাগ মাধ্যম ছড়িয় পড়ল এ নিয় তালপাড় শুরু হয়।