1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

আজ ঐতিহাসিক সোমেশ্বরী মেলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১, ৫.৪৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি:
১৫ মার্চ শাল্লা উপজেলার বাহাড়া গ্রামের ঐতিহাসিক সোমেশ্বরী মেলা। মেলা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে সোমেশ্বরী মন্দিরের মাঠ প্রাঙ্গণ। হাজারো মানুষের আগমনে বিরাট উৎসবে পরিণত হয় মেলা প্রাঙ্গণসহ দাড়াইন নদীর পূর্বতীর। গতকাল ছিলো আখ ও বেলের মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখ ব্যবসায়ীরা নৌকাযোগে আখ-বেল নিয়ে আসে নদীরপাড়ে। আখের পাশাপাশি বেলের স্তুপে স্তুপে ভরে যায় মেলা। গত বছর এই ঐতিহ্যবাহী মেলা না হওয়ায় আখ ও বেলের চাহিদা বেড়েছে। মানুষের আগমনও লক্ষণীয়। তবে দাম বেশি হওয়ায় অনেকই আখ কিংবা বেল কিনতে পারেননি। আজ সোমবার মন্দিরের মাঠে হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। দু’দিন মেলা প্রাঙ্গণে ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। মেলায় মিষ্টি, দই-চিড়া, উখড়া, মাছ, কুমড়া, বাধাকপি, গোচারণের জন্য বাঁশের লাঠি, সাবান, শাখা-সিঁদুর, খেলনা, ফলন্ত গাছের চারা, পানিয় জাতের দোকান, চটপটি, ভাতের দোকান, চানাচুরের দোকানসহ বিভিন্ন প্রসাধনীর দোকান বসে মেলায়। মেলায় নারী-পুরুষের আগমনে প্রাণবন্ত হয়ে উঠে বাহাড়ার ঐতিহাসিক সোমেশ্বরী মেলা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!