স্টাফ রিপোর্টার:
আজ ১৫ মার্চ ২০২১ বিকাল ৪:৩০ মিনিটে শহীদ মিনারে সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন,যুবদের কাজের ব্যবস্থা করতে না পারলে বেকার ভাতা দাবি।সরকারিভাবে কর্মপ্রত্যাশীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু করতে হবে এবং নিবন্ধিত যুবদের এক বছরের মধ্যে কাজের ব্যবস্থা করতে। অন্যথায় পরবর্তী দুই বছর বেকার ভাতা দিতে হবে। ভাতা চলাকালীন যুবদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আর বলেন,দেশের বিদ্যমান বিপুল বেকার জনগোষ্ঠীর সাথে নতুন করে যুক্ত হওয়া করোনাকালীন কর্মহীন হয়ে পড়া যুবদের কর্মসংস্থানের দাবিতে যুব কর্মপ্রত্যাশীদের নিবন্ধন কর্মসূচি উদ্বোধনকালে নেতৃবন্দ এসব কথা বলেন। কর্মসূচি থেকে সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ সংকট দূর করা, আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য বন্ধ এবং ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তার দাবি জানান যুব ইউনিয়নের নেতবৃন্দ।
সংগঠনের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে ও যুব নেতা মনির হোসেন দূর্জয়ের পরিচালনায়
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতি কমরেড চিত্তরঞ্জন তালুকদার, জেলা মহিলা পরিষদের বিপ্লবী সভাপতি গৌরী ভট্রাচার্য, সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনাম আহমেদ, যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও সিলেট যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, যুব নেতা শাহ্ কামাল, জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন,জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার
সমাবেশ থেকে সরকারের প্রতি ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো :
১. করোনাকালীন কর্মহীন হয়ে পড়া যুবদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের ব্যবস্থা কর।
২. করোনাকালীন প্রবাস ফেরত যুবদের প্রবাসে কর্মে ফিরে যাওয়া নিশ্চিত কর।
৩. সরকারি শূন্যপদে নিয়োগ সংকট দূর কর। আউটসোর্সিং কমিশন বাণিজ্য বন্ধ কর।
৪. ঘুষ ছাড়া চাকরি চাই। নিয়োগ ও বদলিতে বাণিজ্য-দুর্নীতি বন্ধ কর।
৫. কর্মসংস্থান ব্যাংকের সচ্ছতা নিশ্চিত করে সহজ শর্তে যুবদের ঋণ প্রদান কর।
৬. জাতীয় বাজেটের ৫% কর্মসংস্থানের জন্য পৃথক বরাদ্দ দাও।
৭. কর্মপ্রত্যাশীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু কর। নিবন্ধিত যুবদের এক বছরের মধ্যে কাজের ব্যবস্থা কর। অন্যথায় পরবর্তী দুই বছর বেকার ভাতা দাও।