1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

শাল্লার হিন্দুগ্রামে হেফাজত নেতা মামনুল অনুসারীদের হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৭.৫৬ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু সম্প্রদায়ের গ্রাম নোয়াগাওয়ে হেফাজত নেতা মামনুল অনুসারীদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় শাল্লা থানায় এই মামলা দায়ের হয়। মামলায় কয়েকজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলণা নং ০৬। মামলায় অন্তত ৭০০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য গত বুধবার সকালে হেফাজত নেতা মামনুল হকের অনুসারীরা তাকে ফেইসবুকে কটুক্তি করে লেখার জেরে নোওয়াগাও গ্রামে অতর্কিত হামলা করে। ভয়ে গ্রামবাসী পালিয়ে গেলে তারা গ্রামে ডুকে তা-ব চালায়। গ্রামের অন্তত ৮০টি ঘর ভাংচুরসহ লুটপাট করে। ৬টি মন্দির ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করার পর পুলিশ ও র‌্যাবের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাম্প্রদায়িক এই গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসময় গ্রামবাসী র‌্যাবের মহাপরিচালককে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে সন্ধ্যা ৬টায় শাল্লা থানায় মামলাটি গ্রামবাসীর পক্ষে দায়ের করা হয়। তবে আসামি ও বাদীর নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করে পুলিশ।
শাল্লা থানার ওসি নাজমুল হক বলেন, সন্ধ্যায় মামলা হয়েছে। আমরা আসামীদের ধরতে অভিযানে আছি। তবে মামলার স্বার্থে বাদী ও আসামির নাম বলা যাবেনা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!