আমিনুল হক ওয়েছ, লন্ডন:
জমকালো আয়োজনে গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনের নব গঠিত কমিটির অভিষেক এবং বাংলা নব্বর্ষ উদযাপন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ওল্ডহ্যামের স্থানীয় ইস্টার্ণ প্যাভেলিয়ান ব্যঙ্কুইট হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয় ।
কমিউনিটির সর্ব সাধারনের উপস্থিতিতে অনুষ্টিত অভিষেক অনুষ্টানের শুরুতে নব নির্বাচিত জি,এস,সি, নর্থ ওয়েস্ট রিজিওনের সব সদস্যদের পরিচয় করিয়ে দেন বিদায়ী চেয়ারপার্সন সৈয়দ মুজিবুর রহমান। সংগঠনের নব নির্বাচিত চেয়ারপার্সন নজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্টিত সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন খালেদ আহমেদ , প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইউম কয়সর, ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার, ওল্ডহ্যাম বারা কাউন্সিলের মেয়র ডেরিক হেপারনান, খন্দকার আব্দুল মোছাব্বির এম,বি,ই, হাজী ছুরাবুর রহমান, কাউন্সিলার মন্তাজ আলী আজাদ, প্রবাস বাংলার সম্পাদক আফজাল রাব্বানি সহ জিএসসি’র বিভিন্ন রিজিওনের নেতৃবৃন্দ।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জিএসসি’র নানামুখী কার্যক্রম তুলে ধরে বলেন; গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল এমন একটি সংগঠন যে সংগঠন শুধু সিলেট বাসীর জন্য কাজ করেনা বরং সর্বস্থরের প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য দাবী দাওয়া নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের আর্থিক ও মানবিক সাহায্যে অবদান রেখে আসছে জি,এস,সি এবং সম্প্রতি বাংলাদেশে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদেরও সাহায্য প্রদান করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
নব গঠিত জিএসসি নর্থ ওয়েস্ট রিজিওন সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা ।
অনুষ্টানের শেষ দিকে আগত অতিথিদের বিনোদনে মাতিয়ে রাখেন ব্রিটেনের স্বনাম ধন্য সঙ্গীত শিল্পী শতাব্দিকর সহ স্থানীয় শিল্পীবৃন্দ ।