হাওর ডেস্ক ::
গত ২৪ ঘণ্টায় করোনায় একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯০৮ জন, যা কিনা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই স্বাস্থ্য অধিদফতর চার হাজার ১৯ জনের শনাক্ত হবার খবর জানিয়েছিলে। করোনা মহামারিতে সেটাই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় শনাক্ত হলেন মোট পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত মারা গেলেন আট হাজার ৯০৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১৯ জন আর। মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।