সুনামগঞ্জ প্রতিনিধি::
সম্প্রতি হাওরের ফসলহানীর ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের একক দায়ি করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার বাপ্পী রায়।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, হাওরের বিভিন্ন স্থানে বাধের ভাঙ্গার মেরামত কাজ করে পিআইসি। ঠিকাদাররা বাধের উন্নয়ন কাজ করেন। এ বছর পিআইসির বেশিরভাগ বাধ ভেঙ্গেই ফসলহানীর ঘটনা ঘটেছে। ঠিকাদারদেরও দু’একটি বাধ ভেঙ্গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো উল্লেখ করেন ঠিকাদাররা যে বাধ নির্মাণ করেন তার উচ্চতা ৬.৫ মিটার। কিন্তু এ বছর পানি ৮.১০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। যার ফলে হাওরের ফসল তলিয়ে গেছে। তাছাড়া এ বছর হাওরের ফসলহানীর ঘটনায় উন্মুক্ত অংশই দায়ি বলে তিনি জানান। কাজ না করেই ঠিকাদাররা বিল নিয়ে গেছেন এ ঘটনা সত্য নয় বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ঠিকাদার আবুল মনসুর শওকত, সাজু, ভজন তালুকদার প্রমুখ।