স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘হাওর-বাঁচাও-সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার এলাকায় অনুষ্টিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত হন।
হাওর বাঁচাও-সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু’র সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সংগঠনের যুগ্মআহ্বায়ক জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক পীর, সাংবাদিক বিজন সেন রায়, জাসদ নেতা অ্যাড. রুহুল তুহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, প্রভাষক মশিউর রহমান, আমরা হাওরবাসীর সমন্বয়ক রুহুল আমিন, ছাত্র ইউনিয়ন নেতা দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের কৃষক একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়েছে। মাছ মারা যাওয়ায় জেলেরা পড়েছে বিপাকে। এর মধ্যে গত ৩০ এপ্রিল রাতে ঘুর্ণিঝড়ে সুনামগঞ্জে প্রায় সাড়ে ১২ হাজার ঘরবাড়ি ল-ভ- হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের বেশিরভাগেই খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করলেও এখনো কোন সহায়তা পায়নি। তাদেরকে অবিলম্বে ঘর বাড়ি মেরামতের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা উচিত। না হলে এই নিঃস্ব মানুষের যাওয়ার যায়গা থাকবেনা।