ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের পেছনে নদী কলুমা জলমহালের মধ্যবর্তী স্থানে মাটির নীচ থেকে বুদ বুদ করে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। গতকাল শনিবার সকাল নয়টা থেকে এই গ্যাস বের হলেো আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত তা বন্ধ হয়নি। এ্ভাবে
বিরামহীনভাবে গ্যাস বের হওয়ায় ও জনগণোর জানমালের কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় এলাকায় মানুষজন চরম আতঙ্কে র্রযেছেন। গ্যাস বের হওয়া দেখার জন্য আশপাশের এলাকার মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন।।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নদী কলুমা জলমহালটির মধ্যবর্তী অংশের মাটির নীচ থেকে বুদ বুদ করে গ্যাস বের হতে শুরু করে। আর গতকাল শনিবার সকাল নয়টার দিকে তা দেখতে পায় এলাকার কয়েকজন শিশু ও কিশোরেরা। বুদ বুদ করা স্থানটিতে তাঁরা একটি ছোট লোহার পাইপ বসিয়ে পাইপের ওপরের মুখের অংশে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে তা বের হতে শুরু করে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো.ফেরদৌসুর রহমান গতকাল শনিবান সকাল নয়টা থেকে সেখানে গ্যাস বের হলেও এখনো আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত তা বন্ধ হয়নি।। ঘটনাটি আমি ইউএনও স্যারসহ সংশ্লিষ্পদের জানিয়েছি।
উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারি প্রকৌশলী মেহেদী হাসান বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.মুনতাসির হাসান বলেন,গ্যাসের চাপ কমে যাচ্ছে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।