আল-হেলাল:
সুনামগঞ্জ জেলার পরিচিত মূখ,বাউল কৃষ্ণ চন্দ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ষোলঘরস্থ নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বৎসর। তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। বাউল কৃষ্ণ চন্দের মৃত্যুতে সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবর্গরা সুগভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে বাউল কৃষ্ণ চন্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এডভোকেট শামছুল আবেদীন, সহ-সভাপতি বাবু প্রদীপ পাল নিতাই,যুগ্ম সম্পাদক এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন,জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল,বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের পুত্র গীতিকার শাহ নূরজালাল বাবুল, গানের স¤্রাট বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল,প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী,জেলা গীতিকার ফোরামের সভাপতি বাউল শাহজাহান সিরাজ, গীতিকার নির্মল কর জনি,সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ,সাধারন সম্পাদক দেবশীষ দন্দ বাপ্পা,প্রচার সম্পাদক প্রদিপ চন্দ,দপ্তর সম্পাদক দয়াল কর,সহ অর্থ সম্পাদক কানাই চন্দ,সেবক চন্দ এবং সদস্য বাদল সরকার প্রমুখ। তাঁরা অকাল প্রয়াত এই সংগীত শিল্পীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য বাউল কৃষ্ণ চন্দ সিলেট বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভূক্ত অসচ্ছল সংস্কৃতিসেবী ছিলেন। জীবদ্ধশায় তিনি বৈষ্ণব কবি রাধারমন দত্তসহ সুনামগঞ্জের পঞ্চরতœ বাউলের গান চর্চা ও প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।