স্টাফ রিপোর্টার:
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন। হাসান শাহরিয়ার জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি কমনওয়েলত জার্নালিস্ট এসোসিয়েশনের ইমেরিটাস প্রেসিডেনরট ছিলেন। শরিবার সকালে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি অকৃতদার ছিলেন। ১৯৪৬ সনে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা মকবুল হোসেন চৌধুরী ছিলেন সাবেক সাংসদ ও বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ও বিশিষ্ট সাংবাদিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।