স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বোরো ফসলহানী ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনসহ হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা বিএনপি। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার সদর পূর্ব বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তাহিরপুরসহ হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন ও উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বলের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আবুল কালাম আজাদ, বাদাঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল শাহ, বালিজুরী সাখাওয়াত হোসেন, দক্ষিন শ্রীপুর গুলেনুর মিয়া, বিএনপি নেতা আবু সায়েম, শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, রুকন উদ্দিন,তোজাম্মিল হক নাসরুম, সোহানুর রহমান সোহাগ,শাহজাহান কবির প্রমুখ।
বক্তারা বলেন, এ বছর হাওরের ফসলরক্ষা বাধে ব্যাপক অনিয়ম ওদুর্নীতি হয়েছে। লুটপাট হয়েছে বরাদ্দ। যার ফলে বাধ ভেঙ্গে হাওরের ফসল তলিয়ে কৃষক নিঃস্ব হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের পূনর্বাসন সহ হাওরাঞ্চলকে দুর্গতা এলাকা ঘোষনার দাবি জানান বক্তারা।