বিশেষ প্রতিনিধি:
দেশব্যপী উদ্বেগজনক হারে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় জনসাধারনের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের ব্যবস্থাপনায় তাহিরপুরে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্ভোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, প্রানী সম্পদ সম্প্রসারন অফিসার মো. সোহাগ মিয়া, উপজেলা যুবলীগ সদস্য মোনায়েম হোসেন রাজু, ছাত্রলীগ নেতা রাজন চন্দ, আবুল কাসেম, ইউপি সদস্য প্রদীপ চন্দ প্রমূখ।
তাহিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, দেশব্যপী করোনা পরিস্থিতিতে জনসাধারনের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু করা হয়।
উদ্ভোধন শেষে উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পিকআপ ভেনে করে বিক্রয় করা হয়।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার জানান, বিক্রয় কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আগামী ১০ দিন পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে।