তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে বখাটেপনার জের ধরে নিরিহ হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় ৮ জন আহত হয়েছেন। আহতদেরকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর পর তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, টুকেরগাও গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে শহিদ মিয়া (৫০) ও সিরাজ মিয়া (৪৫)। এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আহতরা হলেন, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামের দেবেন্দ্র বর্মণের ছেলে বাছিন্দ্র বর্মণ (৪৫), তার স্ত্রী বিউটি রাণী বর্মণ (৩২) ছেলে বাবলু বর্মণ (১৫) ভাই সঞ্জিত বর্মণ (২৪)সহ ৮জন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামে।
দেবেন্দ্র বর্মণের ছেলে সতেন্দ্র বর্মণ জানান, বুধবার সকালে তার ভাই সঞ্জিত বর্মণ টুকেরগাও তার মামার জায়গা থেকে মাটি আনতে যায় এসময় টুকেরগাও গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৬৫), তার ছেলে মুছা মিয়া (২১), শহীদ মিয়ার ছেলে রুহিত মিয়া (২২), মুক্তার মিয়ার ছেলে কাশেম মিয়া (২১)সহ কয়েকজন পূবের বখাটেপনার জেরে তাকে গালমন্দ ও মারপিট করে। চার মাস আগে এই যুবকেরা বখাটে হিসেবে সামাজিক শালিসে শাস্তি পায় এবং কান ধরে ওঠবস করে।
বুধবার দুপুরে বখাটেদের সঙ্গে বিল্লাল মিয়ার নেতৃত্বে আরো ৬০/৭০ জন একটি দল দেশীয় অস্ত্রশসত্র নিয়ে সঞ্জিতদের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি হামলা চালায় হামলায় বাছিন্দ্র বর্মণ, বিউটি রাণী বর্মণ, বাবলু বর্মণ ও সঞ্জিত বর্মণ আহত হন। আহত অবস্থায় বাছিন্দ্র বর্মণ ও তার ছেলে বাবলু দৌড়ে পালিয়ে যায়। এসময় তাদের পিছু ধাওয়া করে শ্যামল আচার্য্যরে বাড়ির সামনে গিয়ে তাদেরকে কুপিয়ে গুরতর আহত করে ফেলে রেখে যায় তারা। সতেন্দ্র আরো জানান, বাড়িতে থাকা ৮ম শ্রেণির শিক্ষার্থী অলি বর্মণ ও পপি বর্মণকেও মারপিট করেছে তারা।
এঘটনায় বুধবার রাতে টাকাটুকিয়া গ্রামের দেবেন্দ্র বর্মণের ছেলে সতেন্দ্র বর্মণ (৩৭) বাদী হয়ে টুকেরগাও গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৬৫) সহ ১৪ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার রাতে মামলা দায়েরের পর পর তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে ও এসআই মোহাম্মদ শাহাদৎ হোসেন, এসআই সুজন শ্যাম, এএসআই রাজু কুমার বিশ^াসের সহযোগীতায় পুলিশের একটি দল উপজেলার আনোয়ারপুর এলাকা থেকে মামলার এজাহার নামীয় দুই আসামী টুকেরগাও গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে শহিদ মিয়া (৫০) ও সিরাজ মিয়া (৪৫)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেছেন, অন্য আসামীদের ধরতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।