হাওর ডেস্ক::
বাংলাদেশ সরকার সাধারণ মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করার পর নিজেদের ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ভারত।
ভারতের হাইকমিশন তাদের ভেরিফাইড ফেইসবুক পেজে জানিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে।
ইতিমধ্যে জমা দেওয়া আবেদনের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
গত বছর বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ভারত একইভাবে ভিসা আবেদন কার্যক্রম স্থগিত করেছিল। তখন ৬ মাস পর সেটি আবার চালু হয়।
বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পর্যটক যান ভারতে। ২০১৯ সালে দেশটি ১৬ লাখের বেশি ভিসা ইস্যু করে।