হাওর ডেস্ক::
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯২ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। এক দিনে ৫ হাজার ৯১৫ জনসহ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও চার হাজার ১৯২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ শতাংশ।