হাওর ডেস্ক::
সুনামগঞ্জের পরিচিত মুখ একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমদ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সুনামগঞ্জের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং দীর্ঘদিন সুনামগঞ্জ রাইফেল ক্লাবের সাথে জড়িত ছিলেন। তিনি সুনামগঞ্জ মুক্তিসংগ্রাম স্মৃতিট্রাস্টের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর ভাই ছগির আহমদ দীর্ঘদিন সুনামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আরেক ভাই সাকির আহমদ জাতীয় পত্রিকার সাংবাদিক এবং ক্রাইম রিপোর্টার্স ইউনিটির দায়িত্বে ছিলেন।