স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে পানি ভর্তি প্লাস্টিকের বালতিতে ডুবে তানজীম বেগম নামে ১২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তানজিম উপজেলার মন্দিয়াতা গ্রামের শাহীন মিয়ার মেয়ে। শাহীন মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সাজিনুর মিয়ার ছেলে।
আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সাজিনুর মিয়ার রান্নাঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে প্রাণ যায় শিশুটির।
নিহত শিশুর পিতা শাহিন মিয়া জানান, মেয়েকে নিজঘরে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে আমরা সবাই ধানের খলায় ধান মাড়াই কাজে যাই। বাড়িতে ফিরে মেয়েকে বিছানায় না পেয়ে রান্নাঘরে পানিভর্তি বালতিতে মৃত অবস্থায় দেখতে পাই।
মর্মান্তিক এ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য সাজিনুর মিয়া।