স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট করার ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ওই যুবকের নাম ছদরুল ইসলাম সাজু (২২)। তিনি ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার বাসিন্দা। দুই দিন রিমান্ডের শেষ দিন আজ।এরআগে সোমবার (১৯ এপ্রিল) ভার্চুয়াল কোর্টে রিমান্ড শুনানিতে তার এ রিমান্ড মঞ্জুর হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪ এপ্রিল ছাতক থানায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সমর্থকদের হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত শনিবার রাতে ছদরুল ইসলাম সাজুকে আটক করা হয়। পরে তার ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে দেয়া স্ট্যাটাস পাওয়া যায়। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বললেন, শনিবার (১ এপ্রিল) ছাতক থানায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সমর্থকদের হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয় ছদরুল ইসলাম সাজুকে। পরে তার ফেইসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট পাওয়া যায়। এঘটনায় রবিবার (১৮ এপ্রিল) ছাতক থানার এসআই মহিন বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাজু ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার বাসিন্দা। এ ঘটনায় জিবরান আহমদ নামের আরেকজনকে আসামি করা হয়েছে।
এদিকে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সমর্থকরা পুলিশের উপর হামলা ও থানার সেবা চত্বর ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত ৯ আসামীকে ২ দিনের রিমান্ডে আনা হয়েছে। গত রবিবার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রিমান্ডে নেয়া আসামীরা হলো জয়নাল আবেদীন (২৮), রাজন আহমদ (২৬), একরাম হোসেন (২২), সামছুদ্দিন (২৩), সুমন আহমদ (২০), আলী হোসেন (২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম (১৯), জনি আহমদ (১৯) ও আবুল হোসেন (৩০)। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
##