সটাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের মেরুয়াখলা গ্রাম থেকে অজ্ঞাত নামা এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মেরুয়াখলা গ্রাম পার্শবর্তী বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাশবাগানের ভেতরে এক তরুণির লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। পরিচয় উদ্ধারে পুলিশ চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিচয় মিলেনি। বিকেলে তরুণীর লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন বলেন, অজ্ঞাতনামা এই তরুণির লাশ উদ্ধারের পর আমরা তার পরিচয় বের করার চেষ্টা করছি। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।