স্টাফ রিপোর্টার :
‘আবহমান বাংলার প্রতিচ্ছবি’ এই প্রতিপাদ্যে অনলাইন টিভি ‘নিরন্তর টিভি’ যাত্রা শুরু করেছে। ২৫ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯টায় আনুষ্টানিকভাবে অনলাইনে টিভির ঝমকালো উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্টানে যুক্ত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ। এছাড়াও দেশ বিদেশের বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্টানে যুক্ত ছিলেন। কিংবদন্সাতি শিল্পী সাবিনা ইয়াসমিন অনুষ্ঠানে যুক্ত হয়ে শুভাশীষ জানান।
উদ্বোধনী অনুষ্টানে একুশে পদকপ্রাপ্ত সুনামগঞ্জের সন্তান শিল্পী সুষমা দাস ও দোহারের শিল্পীরা যুক্ত হয়ে ধন্যবাদ জ্ঞাপনসহ সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী।
নিরন্তর টিভির চেয়ারম্যান ডি চৌধুরী অসিত ও প্রধান সম্পাদক রনেন্দ্র তালুকদার পিংকুসহ নিরন্তর টিভির কলাকুশলিরাও বক্তব্য দেন।
সংশ্লিষ্টরা জানান আবহমান বাংলা বিশেষ করে হাওর ভাটির সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দেবে নিরন্তর টিভি।